ট্রফি জিততে মাঠে নামবে আজ বাংলাদেশ
নারী অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা নির্ধারণ আজই। বসুন্ধরা কিংস অ্যারেনায় সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ ও শক্তিশালী নেপাল। টেবিলের শীর্ষে থাকা বাংলাদেশ ড্র করলেই চ্যাম্পিয়ন, আর নেপালের সামনে রয়েছে শুধুই জয়ের বিকল্প।
বাংলাদেশ কোচ পিটার বাটলার অবশ্য শিরোপার চেয়ে ভবিষ্যৎ দল গঠনে বেশি মনোযোগী, ‘শিরোপা কিছু মানুষের কাছে অহংকার হতে পারে, কিন্তু আমি খেলোয়াড় গড়তে এসেছি।’
টুর্নামেন্টে সব ম্যাচেই ভিন্ন একাদশ মাঠে নামিয়েছেন তিনি। আজও একই কৌশল অব্যাহত থাকবে বলে ধারণা। তিন ম্যাচ নিষেধাজ্ঞা শেষে দলে ফিরতে পারেন সাগরিকা, যিনি নেপালের বিপক্ষে প্রথম দেখায় গোল করেছিলেন।
অন্যদিকে নেপাল কোচ ইয়াম গুরুং হুঁশিয়ারি দিয়েছেন আক্রমণাত্মক ফুটবলের, ‘প্রথমার্ধে যে ভুল করেছি, এবার সেটা শোধরাবো। গোলের জন্য ঝাঁপিয়ে পড়ব।’

Comments are closed.