বজ্রপাতে শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে রহিত সিংহ (৬) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত রহিত সিংহ হচ্ছে জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌকা পন্ডিতপাড়া গ্রামের রাজুু সিংহের ছেলে ও চৌকা খড়িয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী।

রোববার সকালে চৌকা খড়িয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে চৌকা খড়িয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বলেন, সকালে রহিত সিংহ ওয়াশরুমে যাবার সময় বিদ্যালয়ের সামনে বজ্রপাতে হলে সে গুরুতর আহত হয়। এ সময় শিক্ষক ও স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেলিম রেজা তাকে মৃত ঘোষণা করেন।

-চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

You might also like

Comments are closed.