আজ দেশে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

দেশের বাজারে আবারও সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সবশেষ দাম কমিয়ে তা কার্যকর করেছে রোববার (২০ জুলাই) থেকে। সেই অনুযায়ী আজ দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ।

সবশেষ ৭ জুলাই রাতে জারি করা এক বিজ্ঞপ্তিতে বাজুস ভরিপ্রতি স্বর্ণের দাম ১ হাজার ৫৭৫ টাকা কমানোর সিদ্ধান্ত নেয়। এর আগে, ১ জুলাই স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৮৯০ টাকা বাড়ানো হয়েছিল।

বর্তমানে দেশের বাজারে স্বর্ণের দাম দাঁড়িয়েছে:

২২ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৭০ হাজার ৫৫১ টাকা
২১ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৬২ হাজার ৭৯৪ টাকা
১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৩৯ হাজার ৫৪৮ টাকা
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ১৫ হাজার ৩৯২ টাকা

বাজুস জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণ ভিন্ন হতে পারে।

এদিকে রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। আজ দেশের বাজারে রুপা বিক্রি হচ্ছে আগের দামেই।

বর্তমানে রুপার দাম:

২২ ক্যারেট: প্রতি ভরি ২ হাজার ৮১১ টাকা
২১ ক্যারেট: প্রতি ভরি ২ হাজার ৬৮৩ টাকা
১৮ ক্যারেট: প্রতি ভরি ২ হাজার ২৯৮ টাকা
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ হাজার ৭২৬ টাকা

চলতি বছরে এখন পর্যন্ত ৪২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৭ বার দাম বাড়ানো হয়েছে এবং ১৫ বার কমানো হয়েছে। ২০২৪ সালে মোট ৬২ বার মূল্য সমন্বয় হয়েছিল।

You might also like

Comments are closed.