আজই শিরোপা জয়ের উৎসব করতে পারে বাংলাদেশ
সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত ছন্দে রয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। টানা চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে স্বাগতিকরা। আজ নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেলেই অনেকটাই নিশ্চিত হয়ে যাবে চ্যাম্পিয়ন হওয়ার পথ। তবে তার আগে তাকিয়ে থাকতে হবে নেপাল ও ভুটানের মধ্যকার ম্যাচের দিকে।
নেপাল এখন পর্যন্ত চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। তারা যদি ভুটানের বিপক্ষে ড্র বা হার মানে, তাহলে বাংলাদেশের জন্য সমীকরণ সহজ হয়ে যাবে। সেক্ষেত্রে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেলেই ট্রফি উঠবে আফিাদা, স্বপ্নাদের হাতে। সন্ধ্যা ৭টায় বসুন্ধরার মাঠে মাঠে গড়াবে বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ ম্যাচ।
টুর্নামেন্টের শুরুতেই শ্রীলঙ্কাকে ৯-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন সাগরিকা। তবে নিষেধাজ্ঞার কারণে আজকের ম্যাচেও তিনি অনুপস্থিত থাকছেন। ফলে ৪ গোল করে সর্বোচ্চ গোলদাতা তালিকায় থাকা শান্তি মার্দির সামনে এগিয়ে যাওয়ার সুযোগ থাকছে। ৩টি করে গোল করে আছেন মুনকি আক্তার ও তৃষ্ণা রানী সরকার।
অন্যদিকে শ্রীলঙ্কার পারফরম্যান্স অনেকটাই হতাশাজনক। এখনো কোনো জয় পায়নি তারা। সর্বশেষ নেপালের বিপক্ষে দুই ম্যাচে ৭টি করে গোল হজম করেছে এবং ভুটানের বিপক্ষে হেরেছে ৫-০ ব্যবধানে। তুলনায় ভুটান উন্নতির ছাপ রাখছে এবং বাংলাদেশের বিপক্ষেও প্রতিদ্বন্দ্বিতা করেছে ভালোভাবে।
এই টুর্নামেন্টেই নেতৃত্বে অভিষেক হওয়া নবিরন খাতুন বলেন, ‘প্রথমবার ক্যাপ্টেন হয়ে মাঠে নামা আমার জীবনের বড় স্মৃতি। জয় নিয়ে মাঠ ছাড়ায় আমি আর আমার পরিবার খুব খুশি। গ্রামের মানুষ দোকানে বসে খেলা দেখেছে, এটা আমার জীবনের বড় পাওয়া।’
আজকের ম্যাচ নিয়েও আশাবাদী নবিরন, ‘আমরা সবাই কোচের নির্দেশনা মেনে প্রস্তুত। ইনশা আল্লাহ, জয় নিয়েই মাঠ ছাড়ব।’
দলের অবস্থা নিয়ে ম্যানেজার মাহমুদা আক্তার বলেন, ‘সব খেলোয়াড় সুস্থ আছে। যারা নতুন এসেছে, তাদেরও সুযোগ দেওয়া হচ্ছে এবং তারা ভালো করছে। ইনশা আল্লাহ, আমরা টুর্নামেন্টটা জয়ের মধ্য দিয়েই শেষ করতে চাই।’

Comments are closed.