সাকিবের অলরাউন্ড ম্যাজিকে জিতল মায়ামি

ম্যাক্স সিক্সটি টি-টেনে সাকিব আল হাসান যেন পুরোনো চেহারায় ফিরছেন। ব্যাট হাতে ইনিংস শুরু করে মারমুখী ব্যাটিং, এরপর বল হাতে গুরুত্বপূর্ণ উইকেট-দুই বিভাগেই নজরকাড়া পারফরম্যান্সে দলকে জেতালেন তিনি।

জর্জ টাউনে আজ গ্র্যান্ড কেম্যান ফ্যালকন্সকে ১৩ রানে হারিয়েছে সাকিবের দল মায়ামি ব্লেজ। এ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বাংলাদেশি এই অলরাউন্ডার।

টস হেরে আগে ব্যাট করতে নেমে ইনিংসের সূচনা করেন সাকিব আল হাসান। শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিলেন তিনি। মাত্র ১১ বলে তিনটি চার ও দুটি ছক্কার সাহায্যে করেন ২৯ রান। মালিন্দা পুষ্পাকুমারার বলে লং-অফে ক্যাচ তুলে দিয়ে আউট হন তিনি, তবে তার আগেই দলকে এনে দেন এক চমৎকার শুরু।

সাকিবের ঝড়ো শুরু কাজে লাগিয়ে ইনিংস এগিয়ে নেন অধিনায়ক অ্যাঞ্জেলো পেরেরা। ২২ বলে ৪৫ রানের ঝলমলে ইনিংসে ভর করে মায়ামির সংগ্রহ দাঁড়ায় ১০ ওভারে ১১০ রান, ৫ উইকেট হারিয়ে।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে ফেলকন্স। সাকিব বল হাতে আসেন সপ্তম ওভারে। যদিও প্রথম ওভার থেকে ১০ রান দেন, পরের ওভারে নিজের উপস্থিতি জানান দেন উইকেট নিয়ে। ৯ম ওভারে আলী মোহাম্মদকে ফিরিয়ে দেন তিনি। ম্যাচ থেকে ছিটকে পড়ে প্রতিপক্ষ।

মায়ামির পক্ষে সবচেয়ে সফল বোলার ছিলেন সেহান জয়াসুরিয়া, যিনি ১৮ রানে ৩ উইকেট শিকার করেন। সাকিবের বোলিং ফিগার ২-০-১৯-১। ফলাফল-১০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৯৭ রান তুলতেই থেমে যায় ফ্যালকন্স, জয় পায় মায়ামি ব্লেজ। টানা দুই হারের পর পাওয়া এই জয় যেমন দলকে ঘুরে দাঁড়ানোর সুযোগ দিয়েছে!

You might also like

Comments are closed.