বিশ্বে করোনায় মৃতের সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে

সারা বিশ্ব জুড়ে চলছে করোনা আতঙ্ক। এরই মধ্যে করোনাভাইরাসে মৃতের সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় এ বিষয় নিশ্চিত করেছে।

করোনাভাইরাসে এখন পর্যন্ত ১৮৫ টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। ওয়াল্ড ও মিটারের দেওয়া তথ্য মতে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ২২ লাখ ২৪ হাজার ৪২৬। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৫৩ হাজার ১৭৭ জন। ১১ জানুয়ারি করোনা আক্রান্ত হয়ে চীনের প্রথম ব্যাক্তির মৃত্যু হয়।এরপর এ সংখ্যা ৫০ হাজার হতে সময় লেগেছে ৮৩ দিন। এর পরের ৫০ হাজার মৃত্যু হয়েছে মাত্র ৮ দিনে। মাত্র ১৫ দিনে ১ লাখ মানুষের মৃত্যু হয়েছে।

এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্তের সংখ্যা প্রায় ৭ লাখ মানুষ, মৃত্যুর সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে শুরু নিউইয়র্কেই মারা গেছেন ১৭ হাজারের বেশি। এছাড়া ইতালি, স্পেন, ফ্রান্স, যুক্তরাজ্য,ইরান, চীন, জার্মানীতে করোনা ব্যাপক ভাবে আাঘাত হেনেছে।

You might also like

Comments are closed.