জুকারবার্গের বিরুদ্ধে মামলার বিচার শুরু

বিশ্বের বৃহত্তম ও সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ব্যবহারকারীদের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে ফেসবুকের মালিক প্রতিষ্ঠান মেটার স্বত্ত্বাধিকারী মার্ক জুকারবার্গের বিরুদ্ধে দায়েরকৃত ক্ষতিপূরণ মামলার বিচার কাজ শুরু হয়েছে।

মামলায় যদি জুকারবার্গ হেরে যান, তাহলে বাদিকপক্ষকে ৮০০ কোটি ডলার ক্ষতিপূরণ দিতে হবে তাকে। আজ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার অঙ্গরাজ্যের চ্যান্সেরি আদালতে শুরু হয়েছে মামলার বিচারকাজ।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন এবং কাছাকাছি সময়ে ইউরোপের কয়েকটি দেশে নির্বাচনের সময় মার্কিন ও ইউরোপভিত্তিক কয়েকটি রাজনৈতিক কনসাল্টিং ফার্ম কয়েক শ’ গুরুত্বপূর্ণ ফেইসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের অপব্যবহার করেছিল। ব্যবহারকারীদের সেসব গোপন তথ্য জুকারবার্গ ও তার কোম্পানি ওইসব রাজনৈতিক কনসাল্টিং প্রতিষ্ঠানের কাছে গোপনে বিক্রি করেছিলেন বলে উল্লেখ করা হয়েছে অভিযোগপত্রে। আরও বলা হয়েছে, এই কাণ্ডের জেরে মেটা যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বাণিজ্য নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল ট্রেড কমিশনের (এফটিসি) নীতিমালা লঙ্ঘন করেছে। ২০১২ সালে মার্কিন কোম্পানি হিসেবে এফটিসির তালিকাভুক্ত হয় মেটা।
মামলার প্রধান বাদিপক্ষ এফটিসি। তাছাড়া তথ্যচুরির শিকার কয়েকজন ব্যবহারকারীও রয়েছেন বাদিপক্ষের তালিকায়।

গত সোমবার এবং আজ বাদিপক্ষের কয়েক জন সাক্ষ্য দিয়েছেন। আদালতসূত্রে জানা গেছে, মার্ক জুকারবার্গ এবং মেটার অপারেশন্স বিভাগের সাবেক প্রধান শেরিল স্যান্ডবার্গের সাক্ষ্য গ্রহণ করা হবে আগামী সপ্তাহে।

সূত্র : আনাদোলু এজেন্সি

You might also like

Comments are closed.