শ্রীলঙ্কায় সিরিজ জয় দলের জন্য গুরুত্বপূর্ণ : নাফিস

শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয় করে আজ বৃহস্পতিবার দেশে ফিরেছে বাংলাদেশ দল। যে কারণে এই সিরিজ জয় বাড়তি উন্মাদনা যোগ করেছে টাইগারদের মাঝে।

দেশে ফেরার পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে টিম ম্যানেজার নাফিস ইকবাল বলেছেন, টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচ হারার পর যেভাবে তারা ঘুরে দাঁড়াল তা দুর্দান্ত, খুবই ভালো। খুব ভালো পারফরম্যান্স ছিল। আমাদের সবার আস্থা রাখতে হবে এই দলের ওপর। আমরা যদি এদেরকে সমর্থন দিই, এই দল নিয়ে ইনশাআল্লাহ অনেক দূরে যেতে পারব।

দলের আত্মবিশ্বাস ও মনোবলের ক্ষেত্রে এই জয় গুরুত্বপূর্ণ জানিয়ে তিনি বলেন, শতভাগ মোটিভেটেড এই ধরনের জয় দলের জন্য সবসময় খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমরা যে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলাম— দেশের জন্য, বোর্ডের জন্য, দলের জন্য খুব গুরুত্বপূর্ণ এই সিরিজ জেতা।

তবে আত্মতুষ্টিতে ভাসতে চান না নাফিস। বলেন, আমরা এক দিনের মধ্যেই আবার নতুন সিরিজ খেলব। ওইভাবেই কথা হয়েছে যে আমাদের খেলা কিন্তু শেষ হয়নি। এরকম না যে আমরা বাসায় ফিরে যাচ্ছি। কেবল আজকের দিনটা বিশ্রাম নিয়ে কালকে থেকে যে যার কাজে আবার নেমে যাবে।

You might also like

Comments are closed.