নিয়ন্ত্রণ হারিয়ে খালে পিকআপ, নিহত ১

মাদারীপুরের ডাসারে ডিমবাহী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে গেছে। এতে যানটিতে থাকা মো. নুর নবী (২০) নামে এক ডিম ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।  একই দুর্ঘটনায় চালকসহ আহত হয়েছেন দুজন।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে শশীকর-ভূরঘাটা সড়কের উপজেলার আশ্রম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুর নবী বরিশালের নাজিরপুর উপজেলার সোনাপুর গ্রামের নজরুল ইসলাম মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে গোপলগঞ্জের কোটালীপাড়া থেকে শরীয়তপুরের উদ্দেশ্যে ডিম নিয়ে ওই পিকআপটি রওনা দেয়। যানটি ডাসার উপজেলার আশ্রম নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পরে যায়।  এতে পিকআপে থাকা নুর নবী, গাড়িচালক হিজবুল্লাহ ও হেলপার সজিব গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক যাচাই-বাছাই শেষে ব্যবসায়ী নুর নবীকে মৃত ঘোষণা করেন।

এদিকে, ব্যবসায়ীর মৃত্যুর খবরে গাড়ি চালক হিজবুল্লাহ দ্রুত হাসপাতাল থেকে পালিয়ে যায়।  আহত হেলপার সজিব বলেন, ‘আমরা ডিম নিয়ে যাওয়ার সময় পিকআপ উল্টে এ দুর্ঘটনা ঘটে।’

ডাসার থানার ওসি শেখ মো. এহতেশামুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ’

-মাদারীপুর প্রতিনিধি

You might also like

Comments are closed.