৩ মণের দুই পাখি মাছ ১৩ হাজারে বিক্রি
পটুয়াখালীর কুয়াকাটার অদূরে বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে একটি ট্রলারের জালে ধরা পড়েছে আনুমানিক তিন মণের দুটি পাখি মাছ। স্থানীয়ভাবে যেগুলো গোলপাতা মাছ বা সেইল ফিশ নামে পরিচিত।
আলীপুরের খান ফিস সূত্রে জানা যায়, চট্টগ্রামের বাঁশখালীর ট্রলার আল্লাহর দান-১ গত এক সপ্তাহ আগে সমুদ্রে মাছ ধরতে যায়। ট্রলারের মাঝি ফেরদৌস জানান, সমুদ্রে জাল ফেলতেই অন্যান্য মাছের সঙ্গে পাখি মাছ দুটিও ধরা পড়ে। বৃহস্পতিবার সকালে ট্রলারটি আলীপুর বন্দরে পৌঁছলে মাছ দুটি খোলাবাজারে নিলামে বিক্রি করা হয়। তিনি আরও বলেন, মাছ দুটি একটু নরম হয়ে যাওয়ায় দাম কম পেয়েছি। না হলে আরও ভালো দাম পাওয়া যেত।
এ প্রসঙ্গে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, পাখি মাছ গভীর সমুদ্রে বাস করে। সাম্প্রতিক সময়ে এই মাছগুলো ধরা পড়ার হার কিছুটা বেড়েছে। তবে এখনও এগুলোর প্রাচুর্যতা খুব বেশি নয়। উল্লেখ্য, এর আগে ১৪ জুলাই কুয়াকাটা সংলগ্ন সমুদ্রে একই ধরনের তিনটি পাখি মাছ ধরা পড়ে। সেগুলোও আলীপুর মৎস্যঘাটে নিয়ে আসা হলে এক নজর দেখতে ভিড় করেন উৎসুক জনতা। স্থানীয় ব্যবসায়ী সাদ্দাম হোসেন মাছগুলো কিনে ঢাকার কারওয়ান বাজারে পাঠিয়েছিলেন। তিনটি মাছের ওজন ছিল প্রায় ১০৫ কেজি এবং ২৩ হাজার টাকায় কিনেছিলেন মাছ ব্যবসায়ী সাদ্দাম।
-পটুয়াখালী প্রতিনিধি

Comments are closed.