পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত কারখানা খোলা হচ্ছে না

আগামী ২৫ এপ্রিল সরকারি ছুটির সময় শেষ হওয়ার পর গার্মেন্টস কারখানা খোলার বিষয়ে প্রাথমিকভাবে সিদ্ধান্ত থাকলেও বাস্তবতা বিবেচনায় সে অবস্থান থেকে সরে এসেছেন মালিকপক্ষ।

করোনা ভাইরাস পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত বন্ধ থাকা কারখানাগুলো আপাতত খোলা হচ্ছে না। ইতিমধ্যে এ ইস্যুতে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ একটি প্রেস রিলিজও দিয়েছে। এতে বলা হয়, করোনা পরিস্থিতির উন্নতি হলে কারখানা খুলে দেওয়া হবে। এই মুহুর্তে প্রথম ও একমাত্র অগ্রাধিকার শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা।

সূত্র জানিয়েছে, আগামী ২৫ এপ্রিলের সরকার ঘোষিত সাধারণ ছুটি শেষে ধাপেধাপে কারখানা খোলার বিষয়টি বিজিএমইএতে আলোচনা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) গাইডলাইন, প্রতিযোগী অন্যান্য দেশের অভিজ্ঞতার আলোকে শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা ও তাদের বীমা সুবিধার আওতায় এনে একটি প্রটোকল তৈরির মাধ্যমে কারখানা চালু করার বিষয়ে চিন্তা করে মালিকপক্ষ। এ লক্ষ্যে দূর দূরান্তের শ্রমিকদের কারখানায় আনার জন্য পরিবহন সুবিধা চেয়ে বৃহস্পতিবারের বিটিআরসিকে অনুরোধ জানানো বিজিএমইএর দেওয়া একটি চিঠিও সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এর মধ্যেই বৃহস্পতিবার রাতে সরকারের স্বাস্থ্য অধিদফতর করোনা ভাইরাসের জন্য সারা দেশকে ঝুঁকিপূর্ণ ঘোষণা দিয়ে মানুষের চলাচল আরো সীমিত করার নির্দেশনা জারি করে।

বিজিএমইএ সূত্র জানিয়েছে, সারা দেশকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা দেওয়ার পর এখন আর ওই চিঠির কার্যকারিতা নেই।

You might also like

Leave A Reply

Your email address will not be published.