ট্রেবলজয়ী কোচ এখন রোনালদোদের গুরু

সৌদি প্রো লিগ ক্লাব আল হিলাল ছাড়ার মাসদুয়েক পর আরেক সৌদি ক্লাব আল নাসরে যোগ দিয়েছেন জর্জ জেসুস। ৭০ বছরের এই পর্তুগিজ ট্যাকটিশিয়ানকে এক বছরের জন্য কোচ হিসেবে নিয়োগ দিয়েছে রোনালদো-মানেদের ক্লাব।

সোমবার সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে নতুন কোচ নিয়োগের কথা জানায় আল নাসর।

দ্বিতীয়বার আল-হিলালের দায়িত্ব নিয়ে ২০২৩-২০২৪ মৌসুমে দলটিকে ঘরোয়া ট্রেবল জেতান জেসুস। কিন্তু গত মে মাসে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের এলিট পর্বে সেমিফাইনালে সৌদি আরবের আরেক দল আল আহলির কাছে হারের পর দায়িত্ব ছেড়ে দেন তিনি।

বর্ষীয়ান এই পর্তুগিজ কোচের ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। ২০১৯ সালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গোকে কোপা লিবের্তাদোরেস জিতিয়েছিলেন তিনি। আল নাসরে ইতালিয়ান ম্যানেজার স্তেফানো পিওলির স্থলাভিষিক্ত হলেন।

দায়িত্ব নেওয়ার এক বছরের কম সময়ে গত মাসে দলটির দায়িত্ব ছাড়েন ইতালিয়ান কোচ স্তেফানো পিওলি। তার কোচিংয়ে গত মৌসুমে সৌদি প্রো লিগে তৃতীয় হয় আল নাসর। চ্যাম্পিয়ন আল-ইত্তিহাদের চেয়ে ১৩ পয়েন্টে পিছিয়ে থেকে আসর শেষ করে দলটি।

You might also like

Comments are closed.