১৩ ঘণ্টা পেরেকের ওপর দাঁড়িয়ে রইলেন এই যুবক

মন চাইলেই নাকি সব করা যায়। যে কোনো কিছু অর্জন করতে প্রয়োজন শুধু মনের জোর আর ইচ্ছা। তারই প্রমাণ করতে ১৩ ঘণ্টা পেরেক গাঁথা বোর্ডের ওপর খালি পায়ে দাঁড়িয়ে রইলেন ফ্রান্সের নাগরিক ফার্দিনান্দ মোরেলেক।

৩২ বছর বয়সি ফার্দিনান্দ সাধু পেরেক বোর্ডে (পুরুষ) সবচেয়ে বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকার রেকর্ড অর্জন করেন। তার রেকর্ডের সময় ছিল ১৩ ঘণ্টা, ১৩ মিনিট এবং ১৩ সেকেন্ড। ২০২৪ সালের এপ্রিলে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে তার রেকর্ডের প্রচেষ্টার ভিডিওতে দেখা যায় যে, তিনি হেডফোনে কিছু অডিও সংগীত পরিবেশনের মাধ্যমে সময় কাটানোর এবং অস্বস্তি দূর করার জন্য যথাসাধ্য চেষ্টা করছেন।

ফার্দিনান্দকে রামি নাউসের ১২ ঘণ্টা, ১২ মিনিট এবং ৮ সেকেন্ডের পূর্ববর্তী রেকর্ডটি ভাঙতে হয়েছে। ৫ মার্চ ২০২৩ তারিখে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে লেবাননের নাগরিক রামি এই রেকর্ডটি করেন।

এজন্য বেশ কশরত করতে হয়েছে ফার্দিনান্দকে। রেকর্ডটি তার জন্য কিছুটা সহজ হয়েছে কারণ তিনি বছরের পর বছর ধরে খালি পায়ে স্ট্যান্ট করে আসছেন। ফার্দিনান্দ একজন সন্ন্যাসী বা সাধু। যোগব্যায়াম এবং তাদের আধ্যাত্মিক কার্যকলাপে পেরেক বোর্ড ব্যবহার করা হয়। ফলে আগে থেকেই তিনি এতে কিছুটা অভ্যস্ত ছিলেন।

এগুলো চাপ কমাতে এবং ক্লান্তির লক্ষণগুলো উপশম করতে সাহায্য করতে পারে। আধ্যাত্মিক জ্ঞানার্জন এবং অভ্যন্তরীণ শান্তি অর্জনের জন্য একজন ব্যক্তি কতটা সীমা অতিক্রম করতে পারেন তার প্রমাণ হিসেবেও এগুলোকে দেখা হয়।

সূত্র: গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস

You might also like

Comments are closed.