ব্যাংক লেনদেনের সময় আবার বাড়লো

করোনাভাইরাসের বিস্তার রোধে লকডাউনের মধ্যেই আগামী রোববার থেকে ব্যাংকগুলোতে লেনদেনের সময় আধা ঘণ্টা বাড়ানো হয়েছে। আগামী ১৯ এপ্রিল থেকে সীমিত আকারের ব্যাংকিং সেবার আওতায় যেসব ব্যাংক শাখা খোলা রয়েছে সেগুলোতে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত।

তবে ব্যাংক খোলা থাকবে বেলা ২টা পর্যন্ত।

বৃহস্পতিবার এক সার্কুলারের মাধ্যমে এই সময়সূচি জানায় বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়েছে, লকডাউনের মধ্যে ব্যবসায়িক লেনদেন সারতে সমস্যা হওয়ায় তার সমাধানের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে কয়েকজন ব্যাংকার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর গত ৯ এপ্রিল ব্যাংক লেনদেনের সময় কমিয়ে ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত করা হয়।

You might also like

Comments are closed.