ক্লাব বিশ্বকাপের ফাইনালে রাতে মুখোমুখি পিএসজি-চেলসি

নতুন সংস্করণের ফিফা ক্লাব বিশ্বকাপের পর্দা নামছে আজ রবিবার (১৩ জুলাই)। দীর্ঘ টুর্নামেন্ট শেষে ৬২টি ম্যাচ খেলে বিদায় নিয়েছে ৩০টি দল। এখন অপেক্ষা কেবল চ্যাম্পিয়নের মুকুট কে পরে এই প্রশ্নের উত্তর জানার। সেই উত্তরের মঞ্চে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপিয়ান ফুটবলের দুই শক্তিশালী ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) ও চেলসি।

নিউ জার্সির বিখ্যাত মেটলাইফ স্টেডিয়ামে (৮২,৫০০ ধারণক্ষমতা) বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে নামবে দুই দল।

পিএসজির জন্য এটি হতে পারে এক ইতিহাস গড়ার রাত। মে মাসে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে উড়িয়ে প্রথমবার ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হওয়ার পর এবার তাদের সামনে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি। জয় পেলে মৌসুমে ঘরে তুলবে ঘরোয়া লিগ, ইউরোপ ও বিশ্ব  সব মিলিয়ে ট্রেবল ট্রফি।

পিএসজি কোচ লুইস এনরিকে ফাইনালের আগে বলেন,’শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল মৌসুমের প্রতিটি শিরোপা জয়। এটা খুব কম দলই করতে পারে। আমরা আত্মবিশ্বাসী, তবে অতিরিক্ত আত্মতুষ্ট নই। মাঠে কঠিন প্রতিদ্বন্দ্বিতা হবে, তবে আমরা প্রস্তুত।’

অন্যদিকে, কিছুটা আন্ডারডগ তকমা নিয়েই ফাইনালে নামছে ইংলিশ ক্লাব চেলসি। চলতি মৌসুমে কেবল উয়েফা কনফারেন্স লিগ জিতেছে তারা। তবে ক্লাব বিশ্বকাপ জুড়ে দুর্দান্ত খেলেছে ব্লুজরা, সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের মতো শক্তিশালী দলকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে তারা।

চেলসি অধিনায়ক রিস জেমস বলেন,’পিএসজি শক্তিশালী, তবে এটা একটি ফাইনাল—একটি ম্যাচের লড়াই। আমরা তাদের সম্মান করি, কিন্তু ভয় পাই না। আমরা এখানে জিততেই এসেছি।’

দুই দলের মধ্যকার পরিসংখ্যানেও রয়েছে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ১০ বার মুখোমুখি হয়েছে তারা। এর মধ্যে পিএসজি জিতেছে ৩ বার, চেলসির জয় ২টি এবং ৫টি ম্যাচ শেষ হয়েছে ড্রয়ে।

You might also like

Comments are closed.