মাস্ক ছাড়া বের হলেই ২৫ হাজার টাকা জরিমানা সিঙ্গাপুরে!

সিঙ্গাপুরে ঘর থেকে বাইরে বের হলে মাস্ক পরতেই হবে। মাস্ক ছাড়া কাউকে পাওয়া গেলেই প্রথমবার ৩০০ ডলার জরিমানা, দ্বিতীয়বার ১০০০ ডলার জরিমানাসহ আদালতের মুখোমুখি হতে হবে।

সিঙ্গাপুরে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ব্যাপক হারে বেড়ে যাওয়ায় সিঙ্গাপুর সরকার সবার জন্য মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে।
প্রাবাসীকর্মী কিংবা বিদেশি বসবাসকারী নাগরিকরা এই নির্দেশ অমান্য করলে তাদের ওয়ার্ক পারমিট কিংবা বসবাসের অনুমতি বাতিল করা হবে। সিঙ্গাপুরের বাংলাদেশ দূতাবাস থেকে এইসব নির্দেশনা মানা হচ্ছে কি না তা পর্যবেক্ষণের জন্য বেশ কয়েকজন স্বেচ্ছাসেবককর্মী নিয়োগ দিয়েছেন। প্রবাসীদের চলাচলের ওপর সার্বক্ষনিক নজর রাখা হচ্ছে।

এই বিশেষ পরিস্থিতিতে সবাইকে ধৈর্য্য ধারণ করা এবং সিঙ্গাপুর সরকারের সকল নিয়ম-কানুন মেনে চলার জন্য নির্দেশনা দিয়েছে বাংলাদেশ দূতাবাস।

You might also like

Leave A Reply

Your email address will not be published.