ডায়াবেটিসে আক্রান্ত শিশুদের জন্য বার্বির উপহার
শিশুদের জনপ্রিয় খেলনা বার্বি ডল নিয়ে কম বেশি সবার আগ্রহ থাকে। এবার বার্বির দুনিয়ায় যুক্ত হয়েছে নতুন এক বার্বি ডল, যার রয়েছে টাইপ-১ ডায়াবেটিস। বার্বির এই নতুন সংস্করণে রয়েছে ইনসুলিন পাম্প, গ্লুকোজ মনিটর এবং জরুরি খাবারের ব্যাগও। বিশ্বজুড়ে টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত শিশুদের প্রতিনিধিত্ব করতেই এমন উদ্যোগ নিয়েছে বার্বি নির্মাতা প্রতিষ্ঠান ম্যাটেল।
দ্য গার্ডিয়ান থেকে জানা যায়, ২০২৫ সালের ‘বার্বি ফ্যাশনিস্তা’ সিরিজে যুক্ত হওয়া এই পুতুলটি পরনে রয়েছে নীল পোলকা ডটের ক্রপ টপ ও রাফল মিনিস্কার্ট। পায়ে রয়েছে ফ্যাশনেবল হিল। কোমরে ইনসুলিন পাম্প এবং হাতে সংযুক্ত গ্লুকোজ মনিটর। বার্বির ব্যাগেও রয়েছে এমন জিনিস রাখার ব্যবস্থা, যা ডায়াবেটিস আক্রান্ত শিশুরা প্রয়োজন হলে সঙ্গে রাখে, যেমন হাইপোগ্লাইসেমিয়া হলে হালকা খাবার।
বার্বি নির্মাতা ম্যাটেল জানিয়েছে, তারা টাইপ-১ ডায়াবেটিস নিয়ে কাজ করা গবেষণা সংস্থা ‘ব্রেকথ্রু টিওয়ানডি’-এর সঙ্গে যৌথভাবে এই নতুন বার্বি ডল তৈরি করেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ‘‘ব্রেকথ্রু টিওয়ানডি চিলড্রেনস কংগ্রেস’-এ আনুষ্ঠানিকভাবে পুতুলটির উন্মোচন করা হয়।
বার্বি ও গ্লোবাল ডলস বিভাগের জ্যেষ্ঠ সহ-সভাপতি ক্রিস্টা বার্গার বলেন, টাইপ-১ ডায়াবেটিসের সঙ্গে একটি বার্বি ডল পরিচয় করানো আমাদের অন্তর্ভুক্তির প্রতিশ্রুতির গুরুত্বপূর্ণ একটি ধাপ। বার্বি শিশুদের কল্পনার জগৎ গড়ে দেয়। তাই আমরা চাই সব শিশু তাদের নিজেদের বাস্তবতা এই খেলনায় খুঁজে পাক।
বার্বি ডলটির প্রচারে যুক্ত হয়েছেন টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত ও এর বিরুদ্ধে সচেতনতা ছড়ানোয় কাজ করা দুই পরিচিত মুখ লাইলা মস এবং রবিন আরজোন। তারা নতুন এই বার্বির শুভেচ্ছাদূত হিসেবে কাজ করবেন।
প্রসঙ্গত, টাইপ-১ ডায়াবেটিস একটি অটোইমিউন রোগ। এতে শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা ভুলক্রমে ইনসুলিন উৎপাদনকারী কোষগুলো ধ্বংস করে দেয়। ফলে শরীর পর্যাপ্ত ইনসুলিন তৈরি করতে পারে না। ইনসুলিন এমন একটি হরমোন, যা খাবারকে শক্তিতে রূপান্তর করতে সাহায্য করে। টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্তদের প্রতিদিন ইনজেকশন অথবা ইনসুলিন পাম্পের মাধ্যমে ইনসুলিন নিতে হয়। এই রোগ যেকোনো বয়সে ধরা পড়লেও সাধারণত শিশুকাল বা কৈশোরেই এটি শনাক্ত হয়।

Comments are closed.