আইফোনে কী নতুনত্ব আনতে যাচ্ছে অ্যাপল
বছর ঘুরলেই আইফোন-ভক্তরা অপেক্ষায় থাকেন নতুন মডেলের। কারণ, নতুন মডেলকে ঘিরে আগে থেকেই উৎকণ্ঠা তৈরি হয়। অন্যদিকে, আইফোন নির্মাতা অ্যাপল নিজেও সাধ্যমতো পরিবর্তন আনতে কাজ করে।
জানা যায়, নতুন আইফোনে দ্রুতই হিডেন ফেস আইডি, বেজেলহীন ও পাঞ্চ-হোলহীন সুবিধা যুক্ত হচ্ছে না। রিপোর্টে প্রকাশ, উল্লিখিত সুবিধার মডেলের দেখা আপাতত ২০২৬ সালে মিলবে না।
গ্যাজেটস বিশ্লেষক ও ডিসপ্লে সাপ্লাই চেইনের প্রধান নির্বাহী কর্মকর্তা রস ইয়ং আইফোন ডেভেলপ প্রসঙ্গে বলেছেন, বহুল প্রতীক্ষিত ‘হোল-ফ্রি’ আইফোন মডেলের দেখা ভক্তরা সহসাই পাবেন না। সামনের সময়ে আইফোন মডেলে সম্ভাব্য কী কী পরিবর্তন আসছে, তা সদুত্তরে কিছু সুনির্দিষ্ট তথ্য জানা গেছে। চলুন তা জেনে নেওয়া যাক-
আইফোন যখন বেজেলহীন
২০তম বর্ষপূর্তিতে ২০২৭ সালে অ্যাপল ঝকঝকে তারুণ্যনির্ভর নতুন ডিজাইনের আইফোন আনতে চলেছে– এমন খবর ছড়িয়েছে আগেই। এমন ঘোষণা ভক্তদের মাঝে উন্মাদনা ছড়িয়েছে। জানা যায়, ভবিষ্যৎ মডেলের ডিসপ্লে হবে প্রায় পুরোপুরি বেজেলহীন। সঙ্গে থাকবে গ্লাস ব্যাক প্যানেল ও রাউন্ডেড ফ্রেম। কিন্তু বাস্তবে মডেলটি কবে নাগাদ আত্মপ্রকাশ করবে তা নিয়ে সুস্পষ্ট কোনো ধারণা দেয়নি অ্যাপল।
নতুন ডেভেলপ করা আইফোন মডেলে ফেস আইডি সেন্সর ও সেলফি ক্যামেরা পুরোপুরি অ্যামোলেড স্ক্রিনের ভেতরের অংশে চলে যাবে। অর্থাৎ স্ক্রিনে কোনো কাটআউট বা বিশেষ ছিদ্র থাকবে না। আইফোন গবেষক ইয়ং বলছেন, ২০২৬ সালের আগে অ্যাপল পুরোপুরি এমন ধরনের প্রযুক্তির ডিভাইস প্রকাশ করতে পারবে না।
অনেকে বলেছেন, অ্যাপল চাইলে ফেস আইডির কিছু সেন্সর স্ক্রিনের নিচে লুকিয়ে রাখতে পারে। ফলে এখনকার তুলনায় ছোট আকারের পিল-শেপড কাটআউট থাকবে, যদিও তাতে আইফোন অবয়ব পুরোপুরি ছিদ্রমুক্ত হবে না।
আইফোন গবেষক রস ইয়ং বলছেন, ২০২৮ সালের মধ্যে থ্রিডি ফেস রিকগনিশনের প্রয়োজনীয় সব সেন্সর স্ক্রিনের নিচে সরিয়ে নিতে অ্যাপল গবেষক দল বিশেষভাবে কাজ করছে।
জানা গেছে, ২০৩০ সাল অবধি সেলফি ক্যামেরা পাঞ্চ-হোলের ভেতরেই থাকবে। কারণ, আন্ডার ডিসপ্লে ক্যামেরার ছবির মান এখনও প্রত্যাশা পূরণে সন্তোষজনক মানে পৌঁছায়নি।

Comments are closed.