‘ইসরায়েল করোনা ভাইরাসের এজেন্ট’

ইসরায়েল করোনা ভাইরাসের এজেন্ট । এটাই তাদের পেশা। সোমবার ফিলিস্তিন সরকারের পক্ষ থেকে এমনটি দাবি করা হয়।

ফিলিস্তিন সরকারের মুখপাত্র ইব্রাহিম মিলহেম বলেন, ইসরায়েল এই মহামারির এজেন্ট। এটাই তাদের পেশা। যখন এটা শেষ হবে আমরা তাদের সঙ্গে আলোচনায় বসবো । এসমায় থুতু ছিটিয়ে ফিলিস্তিনিদের মধ্যে ইসরায়েলি সেনারা করোনা ভাইরাস ছড়িয়ে দেয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন ইব্রাহিম মিলহেম।

এর আগে ফিলিস্তিন সরকারের পক্ষ থেকে দাবি করা হয়, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের মধ্যে করোনা ভাইরাস ছড়িয়েছে ইসরায়েল। পরে ইসরায়েল সরকারের পক্ষ থেকে দাবি করা হয়, ফিলিস্তিনিরা তাদের বিরুদ্ধে করোনা ভাইরাসে নিয়ে মিথ্যাচার করছে। এরপরই ফিলিস্তিন সরকারের পক্ষ থেকে আবার এমন মন্তব্য করা হলো। সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়, এমন দাবি বন্ধ করার জন্য ফিলিস্তিন সরকারের প্রতি ইতিমধ্যে সতর্ক বার্তা পাঠিয়েছে ইসরায়েল।

ইসরায়েলে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৫৮৬ জন। মারা গেছেন ১১৬ জন।

You might also like

Leave A Reply

Your email address will not be published.