‘৩রা মে পর্যন্ত লকডাউন বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছি’
বাংলা নববর্ষের সকালে জাতির উদ্দেশে ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছেন, ভারতজুড়ে লকডাউনের মেয়াদ ৩রা মে পর্যন্ত বৃদ্ধি করা হলো। ৩রা মে পর্যন্ত সবাই ঘরেই থাকুন।
আজই ছিল একুশ দিনের লকডাউনের শেষ দিন। কয়েকদিন ধরেই আলোচনায় ছিল, যেকোনও সময়ে আসতে পারে লকডাউন বৃদ্ধির ঘোষণা। শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও-বৈঠকে অধিকাংশ মুখ্যমন্ত্রী লকডাউন বৃদ্ধির পক্ষে সওয়াল করেছেন।
পশ্চিমবঙ্গ-সহ ন’টি রাজ্য ইতিমধ্যে লকডাউনের মেয়াদ ৩০ এপ্রিল পর্যন্ত বৃদ্ধির ঘোষণা দিয়েছে।
আজ জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আপনাদের ত্যাগের জোরে ক্ষতি অনেকটা সামলানো গিয়েছে। তিনি আরও বলেছেন, করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভারতবাসী যেভাবে যোদ্ধার মতো নিয়ম মেনে চলেছেন, তাতে সামাজিক দূরত্ব ও লকডাউনের লাভ পেয়েছে ভারত। তবে তিনি স্বীকার করে নিয়েছেন, আর্থিক দৃষ্টিতে দেখলে লকডাউনের জন্য দেশকে অনেক মূল্য দিতে হয়েছে।
তবে লকডাউন বৃদ্ধির পাশাপাশি তিনি সংক্রমণ যাতে বাড়তে না পারে সেজন্য সকলকে সজাগ থাকতে বলেছেন। করোনা ভাইরাসে মৃত্যু হলে আমাদের চিন্তা বৃদ্ধি পায় জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, হটস্পটগুলিকে নির্ধারিত করে আগের থেকেও আরও কঠোর ভাবে নিয়ন্ত্রণ করতে হবে। আর যে স্থানগুলি হটস্পটে পরিণত হতে পারে, সেগুলির উপরে কড়া নজর রাখতে হবে।
মোদী এদিন জানিয়েছেন, ভারতে কীভাবে করোনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ শুরু হয়েছিল। তবে তিনি জানিয়ে দেন দেশের চলমান পরিস্থিতি বিবেচনা করে ২০ এপ্রিলের পরে বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত হতে পারে। দরিদ্র জনগোষ্ঠীর ভোগান্তির কথা মাথায় রেখেই বিভিন্ন এলাকার জন্য এমন সিদ্ধান্ত আসতে পারে। তিনি বলেন, সবার সুপারিশ মাথায় নিয়ে আমরা ৩রা মে পর্যন্ত লকডাউন বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছি।