“দেশীয় ফলদ বৃক্ষে দেশ সাজাই” স্লোগানে পালিত হলো ডুফা বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি-তে ৬০০ দেশীয় ফলদ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হল আজ (রোববার)।
ঢাকা বিশ্ববিদ্যালয় ফ্রেন্ডস অ্যালায়েন্স (ডুফা) ও ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদ (DUES)-এর যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও আবাসিক হলসমূহে শুরু হয়েছে ৬০০ দেশীয় ফলদ বৃক্ষরোপণের বৃহৎ পরিবেশবান্ধব কর্মসূচি।
রোববার সকালে টিএসসি প্রাঙ্গণে প্রতীকী বৃক্ষরোপণের মাধ্যমে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন স্টেট ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদের সম্মানিত উপদেষ্টা ড. মো. আখতার হোসেন খান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রক্টর ও পরিবেশ সংসদের উপদেষ্টা ড. সাইফুদ্দিন আহমেদ, ডুফা-র সাধারণ সম্পাদক মিরাজ মিঠু, ডুফা-র পরিবেশ বিষয়ক স্থায়ী কমিটির সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন বিভাগের অধ্যাপক ড: মোহাম্মদ রিয়াজুল ইসলাম সহ ডুফা নেতৃবৃন্দ ও DUES এর বিভিন্ন হল শাখার নেতৃবৃন্দ।
এই উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও ১৯৯৫-৯৬ সেশনের প্রায় ৩০০ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বৃহৎ এই বৃক্ষরোপণ কর্মসূচিতে ৬০০ দেশীয় ফলদ বৃক্ষের চারা স্পন্সর করেন ডুফা-র লাইফ মেম্বার সোহেল রানা। উপস্থিত সবাইকে প্রদত্ত কর্মসূচির শ্লোগান সম্বলিত টি-শার্ট স্পন্সর করেন দেশের সর্ববৃহৎ মোটর ওয়ার্কশপ মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ। মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ বরাবরই ডুফা-র যে কোন উদ্যোগেই পাশে থাকে।
উদ্বোধনের পরপরই জসীমউদ্দিন হল অভিমুখে দেশীয় বৃক্ষের সচেতনতামূলক একটি বর্ণাঢ্য ৱ্যালী আয়োজিত হয়। পরবর্তীতে জিয়া হল ও জসীমউদ্দিন হলে দেশীয় ফলদ বৃক্ষ রোপণের কাজ শুরু হয়। এই কর্মসূচির অংশ হিসেবে পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হল, ক্যাম্পাস চত্বর এবং আশপাশের পরিবেশে শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনের সমন্বয়ে ফলদ বৃক্ষ রোপণ করা হবে।
ডুফা-র সাধারণ সম্পাদক মিরাজ মিঠু বলেন, আমরা শুধু বৃক্ষরোপণ করছি না, আমরা একটি বার্তা ছড়িয়ে দিতে চাই গোটা দেশজুড়ে। “গাছ লাগান, পরিবেশ বাঁচান” এর পাশাপাশি এখন সময় এসেছে বলার: “দেশীয় গাছ লাগান, জীববৈচিত্র্য বাঁচান।”
দেশীয় প্রজাতির ফলদ বৃক্ষ রোপণের মাধ্যমে এই কর্মসূচি পরিবেশ সংরক্ষণ, খাদ্যনিরাপত্তা ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষার পাশাপাশি জাতীয় জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Comments are closed.