করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৬

দেশে করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর করোনায় ২৪ জনের মৃত্যু হল। শনিবার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র করোনায় এই মৃত্যুর তথ্য জানিয়েছে।

সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের মতে, শুক্রবার (৪ জুলাই) সকাল ৮টা থেকে শনিবার (৫ জুলাই) সকাল ৮টা পর্যন্ত সারা দেশে ২৩৯ জন সন্দেহজনক ব্যক্তির করোনা পরীক্ষা হয়। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৬ জনের। পাশাপাশি ওই সময় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন পুরুষ রোগীর মৃত্যু হয়েছে। তার বয়স ছিল ৬০ থেকে ৭০ বছরের মধ্যে।

২৪ ঘণ্টায় ৬ জনের করোনা শনাক্ত২৪ ঘণ্টায় ৬ জনের করোনা শনাক্ত
এ বছর করোনায় মোট যে ২৪ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে নারী ১৩ জন, বাকি ১১ জন পুরুষ।

এ বছর করোনায় বেশি মৃত্যু হয়েছে চট্টগ্রাম বিভাগে। এই বিভাগে ১০ জনের মৃত্যু হয়েছে। ঢাকা বিভাগে মারা গেছে ৯ জন। এ ছাড়া খুলনা বিভাগে ৩ জন ও সিলেট বিভাগে ২ জন মারা গেছেন।

You might also like

Comments are closed.