‘এমন সংকটে ব্রিটেন আগে কখনও পড়েনি’

করোনাভাইরাস পরিস্থিতিকে ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে বড় সংকট বলে উল্লেখ করেছেন ব্রিটিশ যুবরাজ প্রিন্স উইলিয়াম।

তিনি বলেছেন, ব্রিটেন এমন সংকটে আগে কখনও পড়েনি। তবে এই মহামারীতে জাতিকে যুক্তরাজ্য সর্বোচ্চ ও সঠিক সেবা দিয়ে যাচ্ছে বলেও জানান প্রিন্স।

স্থানীয় সময় রোববার প্রিন্স তার কার্যালয় থেকে পাঠানো এক বার্তায় এসব কথা বলেন। খবর রয়টার্সের।

দেশবাসীর মনোবল চাঙ্গা রাখতে করোনায় আক্রান্তদের উদ্দেশে প্রিন্স চার্লস ছাড়াও গত সপ্তাহে দুবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন রানি এলিজাবেথ।

প্রিন্স উইলিয়াম এমন সময় জাতির উদ্দেশে বার্তা পাঠালেন, যখন দেশটির হাসপাতালে করোনায় মৃত্যুর সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। দেশটির খোদ প্রধানমন্ত্রী বরিস জনসনও করোনায় আক্রান্ত হয়ে ১০ দিন হাসপাতালে কাটিয়েছেন।

প্রিন্স উইলিয়াম তার বার্তায় ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলে আইসোলেশনে থাকা লোকজনদের মাঝে বিনামূল্যে খাবার পৌঁছে দেয়ার স্বেচ্ছাসেবী কার্যক্রমেরও প্রশংসা করেন।

প্রিন্স উইলিয়াম তার কেনসিংটন প্রাসাদ থেকে পাঠানো বার্তায় আরও বলেন, জাতির এই ক্রান্তিকালে এভাবেই সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে।

করোনা মোকাবেলায় তিনি গত মার্চে কয়েক মিলিয়ন পাউন্ডের তহবিল গঠন করেছিলেন।

You might also like

Comments are closed.