দোহারে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

ঢাকার দোহারে হারুন মাস্টার নামে এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত হারুন মাস্টার দোহারের নয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন। এ ছাড়া দোহার উপজেলার ঐতিহ্যবাহী বারহা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ছিলেন তিনি।

স্থানীয়রা জানান, সকাল ৬টার দিকে তারা গুলির শব্দ শুনতে পান। পরে ঘটনাস্থল বাহ্রা স্কুলের কাছে হারুনুর রশিদের রক্তাক্ত দেহ পড়ে আছে। তাকে উদ্ধার করে দোহার স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত হারুনুর রশিদের ভাতিজা মো. শাহিন বলেন, প্রতিদিনের মতো আজ ভোরে নামাজ শেষে চাচা হাঁটতে বের হন। তখন তিন যুবক তাকে গুলি করে ফেলে রেখে যায়। কারা ও কেন তাকে হত্যা করল, আমরা বুঝতে পারছি না।

দোহার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নুসরাত তারিন বলেন, মরদেহের মাথা, ঘাড় ও শরীরে ছয়টি গুলির চিহ্ন পাওয়া গেছে।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্থানীয় কারও সঙ্গে পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে কি না, তা খোঁজ নেওয়া হচ্ছে।

-দোহার প্রতিনিধি

You might also like

Comments are closed.