করোনাভাইরাস: নতুন সংক্রমণ বৃদ্ধি চীনে

চীনে আবার বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। শনিবার সেখান থেকে রিপোর্ট করা হয়েছে যে, নতুন করে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। এর মধ্য দিয়ে সেখানে দ্বিতীয় দফা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার লক্ষণ ফুটে উঠেছে। আগের দিন সেখানে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪২ জন।

কিন্তু শনিবার বলা হয়েছে, নতুন করে শুক্রবার আক্রান্ত হয়েছেন আরো ৪৬ জন। চীনে সংক্রমণ শূন্যের কাছাকাছি আসায় অনেক শহর থেকে নিষেধাজ্ঞা এবং ভ্রমণ কড়াকড়ি উঠিয়ে নেয়া হয়। ফলে সেখানে ইমপোর্টের কেস বা বাইরে থেকে ঢুকে পড়া সংক্রমণই বেশি। এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ।

চীনের ন্যাশনাল হেলথ কমিশন শুক্রবার বলেছে, সেখানে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৬ জন। এর মধ্যে ৪২ জনই বিদেশে ভ্রমণ করেছেন। ফলে সব মিলিয়ে সেখানে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮১ হাজার ৫৩। আর মৃতের মোট সংখ্যা ৩৩৩।

You might also like

Comments are closed.