১০ বছরের প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, গ্রেপ্তার ২

ফরিদপুর সদরে টাকার লোভ দেখিয়ে ১০ বছরের এক মানসিক ভারসাম্যহীন শিশুকে ধর্ষণের অভিযোগে ওমর আলী (৪৮) ও মো. জুয়েল (২৪) নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩০ জুন) তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান।

এর আগে একই দিন সকালে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের তছিমোল্লা ডাঙ্গী গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে। অভিযুক্ত প্রধান আসামি ওমর আলী একই উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের রিয়াজ উদ্দিন মাতুব্বরের ডাঙ্গী গ্রামের বাসিন্দা ও মো. জুয়েল ফরিদপুর শহরের আলীপুর প্রামাণিক পাড়া মহল্লার বাসিন্দা।

মামলার এজাহারে বলা হয়, টাকার লোভ দেখিয়ে ইজিবাইকে করে তছিমোল্লা ডাঙ্গি নিয়ে রোববার দুপুর ২টা থেকে ৩টার মধ্যে মানসিক ভারসাম্যহীন ওই শিশুকে ধর্ষণ করা হয়। এ সময় শিশুটি চিৎকার দিলে আশেপাশের লোকজন এসে ওমর আলী ও জুয়েলকে আটক করে পুলিশে খবর দেয়। পরে ফরিদপুর কোতয়ালী থানার পুলিশ জনতার হাত থেকে উদ্ধার করে অভিযুক্তদের থানায় নিয়ে যায়।

ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান। তিনি বলেন, ‘প্রাথমিক তদন্তে জানা যায় ওই শিশুটিকে ওমর আলী ধর্ষণ করেছিল। তাকে সহায়তা করেছিল মো. জুয়েল। এ মামলার দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

এ ছাড়া ধর্ষণের শিকার শিশুটির শারীরিক পরীক্ষার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।’

-ফরিদপুর প্রতিনিধি

You might also like

Comments are closed.