ব্রাহ্মণবাড়িয়ায় বিড়ালের কামড়ে আহত ৩
ব্রাহ্মণবাড়িয়া সদরে বিড়ালের কামড়ে শিশুসহ তিনজন আহত হয়েছেন। শুক্রবার (২৭ জুন) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার বরিশল গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- একই গ্রামের বাসিন্দা সাবিকুন্নাহার (৩০), রামীম ভূইয়া (১০) ও খাদিজা (৫)। ঘটনার পর তারা পার্শ্ববর্তী আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিয়েছেন।
বিড়ালের কামড়ে তিনজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক জান্নাতুল মাওয়া। তিনি জানান, আজ বিকেল পাঁচটার দিকে বিড়ালের কামড়ে আহত অবস্থায় তিনজন হাসপাতালে আসেন। তাদেরকে জরুরি বিভাগে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

Comments are closed.