‘শত্রুপক্ষের দুঃখের দিনেও আনন্দ হচ্ছে না’

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব উপস্থিতি তার। নিয়মিত ভক্তদের সংস্পর্শে থাকেন। বিভিন্ন বিষয়ে কথা বলেন।

আজ বৃহস্পতিবার (২৬ জুন) ফেসবুকে একটি নতুন পোস্ট করেছেন অভিনেত্রী। যেখানে তিনি মানবিক মূল্যবোধ ও নারীর প্রতি সম্মানবোধের অনন্য বার্তা দিয়েছেন।

ফেসবুক স্ট্যাটাসে প্রভা লেখেন, ‘শত্রুপক্ষের দুঃখের দিনেও আনন্দ হচ্ছে না, বরং মায়া লাগছে। কি করব, আমি মানুষ তো! মেয়ে মানুষ, নারী হয়ে নারীর দুঃখের দিনে নারীকেই অসম্মান করার পারিবারিক শিক্ষা, যোগ্যতা কোনটাই আমার নাই।

তবে কেন হঠাৎ এমন স্ট্যাটাস দিলেন প্রভা, তা জানা যায়নি। শুধু নিজের বার্তায় তিনি বোঝাতে চেয়েছেন, ব্যক্তিগত বিরোধ থাকলেও একজন নারীর কষ্ট বা অপমান তাকে কোনোভাবেই আনন্দ দিতে পারে না। বরং তিনি সেই দুঃখে সহমর্মী হয়ে ওঠেন। তার বক্তব্যে নারীদের প্রতি সম্মান, সহানুভূতি এবং মানবিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন দেখা গেছে। তবে নির্দিষ্ট কারো নাম উল্লেখ করেননি এ অভিনেত্রী।

২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পা রাখেন প্রভা। এরপর একের পর এক নাটকে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নেন তিনি। অভিনয়ের পাশাপাশি নিজেকে একজন দক্ষ মেকআপ আর্টিস্ট গড়ে তুলেছেন। জানা গেছে তিনি প্রশিক্ষণ নিয়েছেন নিউইয়র্কের ‘দ্য মেকআপ একাডেমি’থেকে।

‘মেকআপ বাই প্রভা’ নামে ইনস্টাগ্রাম তার একটি অ্যাকাউন্টও রয়েছে। সেখানেও নিজের কাজের ভিডিও রয়েছে অভিনেত্রীর। অভিনয়ের পাশাপাশি ভবিষ্যতে নিজের প্রতিষ্ঠান নিয়েও কাজ করতে চান প্রভা।

You might also like

Comments are closed.