গুলিস্তানে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
রাজধানীর গুলিস্তানে সড়ক দুর্ঘটনায় মাজেদা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
বুধবার (২৫ জুন) বেলা পৌনে ১২টার দিকে গুলিস্তান হল মার্কেটের সামনে এই দুর্ঘটনা ঘটে।
ঘটনার পর ওই বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান পথচারী মো. রাসেল।
তিনি জানান, গুলিস্তান হল মার্কেটের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি বৃদ্ধাকে ধাক্কা দেয়। দেখতে পেয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানেই চিকিৎসাধীন তারা মৃত্যু হয়। তবে কোন গাড়ি তাকে ধাক্কা দিয়েছে তা জানাতে পারেনি ওই পথচারী। আহত অবস্থায় ওই বৃদ্ধা তার নাম মাজেদা বেগম বলতে পেরেছিলেন। কোনো ঠিকানা জানা যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। তবে এখনও তার স্বজনদের কোনো যোগাযোগ করা হয়নি।

Comments are closed.