গত ২৪ ঘণ্টায় ২১ জনের করোনা শনাক্ত
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ২১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪ দশমিক ৭৬ শতাংশ। তবে এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ৪৪১টি নমুনা পরীক্ষায় ২১ জনের করোনা শনাক্ত হয়েছে।
আরও বলা হয়েছে, চলতি বছরে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। আর শনাক্ত হয়েছে ৪৭৩ জন। মারা যাওয়াদের মধ্যে নারীর সংখ্যা বেশি। সোমবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়।

Comments are closed.