সাবেক সিইসি নুরুল হুদা ৪ দিনের রিমান্ডে

অন্যায় প্রভাব খাটিয়ে প্রহসনের নির্বাচন দেওয়ার অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানায় করা মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৩ জুন) বিকেলে শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজ রহমান এই আদেশ দেন।

এর আগে বিকেল ৩টার দিকে নুরুল হুদাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) শামসুজ্জোহা সরকার ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

‘রাতের ভোট’ হিসেবে পরিচিতি পাওয়া ২০১৮ সালের নির্বাচনে ব্যাপক কারচুপির জন্য দায়ী করে কে এম নুরুল হুদাসহ সাবেক তিন সিইসির বিরুদ্ধে রোববার সকালে মামলা করে বিএনপি। এদিন সন্ধ্যায় বিএনপির নেতাকর্মীসহ বিক্ষুব্ধ জনতা কে এম নুরুল হুদাকে উত্তরার একটি বাসা থেকে ধরে হেনস্তার পর পুলিশে সোপর্দ করে। পরে তাকে পুলিশ গ্রেপ্তার দেখায়।

You might also like

Comments are closed.