করোনাভাইরাস: সিঙ্গাপুরে একদিনে ৪৭ বাংলাদেশি আক্রান্ত
সিঙ্গাপুরে একদিনে ৪৭ জন বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত বাংলাদেশিরা বেশিরভাগই একই আবাসিক ভবনে থাকতেন। এ রকম তিন চারটি আবাসিক ভবন রয়েছে।
কোভিড-১৯ আক্রান্তদের সর্বশেষ এ তথ্য দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। স্থানীয় সময় মঙ্গলবার দুপুর বারোটা পর্যন্ত সংকলিত তথ্য অনুযায়ী দেশটিতে একদিনে আক্রান্তের সংখ্যা ১০৬।
সিঙ্গাপুরে অভিবাসী শ্রমিকের সংখ্যা ২০ লাখের বেশি। এদের বেশিরভাগই দক্ষিণ এশিয়ার। তারা কাজ করেন মূলত নির্মাণ শিল্পে।
খুবই কষ্টকর পরিবেশে দিন যাপন করেন তারা। গাদাগাদি করে ছোট ঘরে থাকেন, একই টয়লেট ব্যবহার করেন অনেকে। কোন কোন আবাসিক ভবনে অস্বাস্থ্যকর পরিবেশে একটা ঘরে গাদগাদি করে ঘুমান ১২ জন করে শ্রমিক।
বেশ কিছু ডরমেটরিতে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় সেখানে শ্রমিকদের ভেতরে থাকতে বলা হয়েছে। সিঙ্গাপুরে শুরু হয়েছে এক মাসের লকডাউন। কর্মকর্তারা স্কুল ও অফিস বন্ধ ঘোষণা করেছেন করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে। কিন্তু বদ্ধ ঘরে গাদাগাদি করে বাস করা অভিবাসী শ্রমিকদের মধ্যে আশংকাজনক হারে ভাইরাসে ছড়িয়ে পড়ার খবর আসছে।

Comments are closed.