দেশজুড়ে পুলিশের অভিযানে ১৬৫৬ জন গ্রেপ্তার

সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১৬৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ওয়ারেন্টভুক্ত ১১১৭ জন এবং অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৫৩৯ জন।

রোববার (২২ জুন) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

ইনামুল হক সাগর বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১১১৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৫৩৯ জন। মোট গ্রেফতার করা হয়েছে ১৬৫৬ জনকে।

অভিযানিক কার্যক্রমে উদ্ধার করা হয়েছে, এলজি ২টি, ৭.৬৫ আরএনডি বিদেশি পিস্তল ১ টি, বিদেশি পিস্তলের কার্তুজ ২ রাউন্ড, কাঠের বাটযুক্ত লোহার তৈরি কাঁটা বন্দুক ১টি, ১২ বোর এর শর্টগানের কার্তুজ ৪টি, দেশীয় তৈরি পাইপগান ১ টি, বিদেশি পিস্তল ১টি, চায়না গুলি ৫ রাউন্ড, ম্যাগজিন ১টি, গুলি ১ রাউন্ড, চাপাতি ৭টি, ছুড়ি ১টি, হাসুয়া ২টি, বারমিজ চাকু ১টি, কুড়াল ১টি।

বিশেষ এই অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

You might also like

Comments are closed.