আসিফ মাহমুদের বিরুদ্ধে ‘গুরুতর’ অভিযোগ তুললেন ইশরাক
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ‘গুরুতর’ অভিযোগ তুলেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তার দাবি, উপদেষ্টা আসিফ মাহমুদ তার পছন্দের লোক নিয়োগ দিয়ে লাভবান হওয়ার চেষ্টা করছেন।
আজ মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগরভবনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ইশরাক হোসেন। এ সময় তিনি আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করেন।
ইশরাক হোসেন বলেন, ‘উপদেষ্টা আসিফ মাহমুদ তার পছন্দের ব্যক্তিকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে আর্থিক ও রাজনৈতিকভাবে লাভবান হওয়ার চেষ্টা করছেন। এ ক্ষেত্রে তিনি দেশের জনগণের ম্যান্ডেটকে অবজ্ঞা করেছেন। গণতন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অসত্য তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করেছেন।’
উপদেষ্টা আসিফ মাহমুদ শপথ ভঙ্গ করেছেন দাবি করে তিনি বলেন, অসত্য এবং বিভ্রান্তিমূলক তথ্য গণমাধ্যমে উপস্থাপনের জন্য উপদেষ্টা আসিফ মাহমুদ শপথ ভঙ্গ করেছেন। শপথ ভঙ্গ করার জন্য আমরা তার পদত্যাগ দাবি করছি।
মঙ্গলবার সকাল থেকেই নগর ভবনের সামনে অবস্থান নেন ইশরাকের সমর্থকরা। ‘আমরা ঢাকাবাসী’র ব্যানারে দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছেন তারা।

Comments are closed.