নগর ভবনের সামনে ফের অবস্থান নিলেন ইশরাকের সমর্থকরা

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব দেয়ার দাবিতে নগর ভবনের সামনে ফের অবস্থান নিয়েছেন তার সমর্থকরা।

সোমবার (১৫ জুন) সকালে নগর ভবনের সামনে একত্র হয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন তার সমর্থকরা। এর সঙ্গে ঢাকাবাসীর ব্যানারেও সেখানে দলে দলে একত্রিত হন ইশরাকের অনুসারীরা।

পরে বেলা ১১টার পর নগর ভবনে আসেন ইশরাক হোসেন। রবিবারের (১৪ জুন) তার ঘোষণা অনুযায়ী, জরুরি সেবার চালু রাখতে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন ইশরাক হোসেন।

এরপর বেলা ১টায় সভার সিদ্ধান্ত এবং নতুন কর্মসূচি জানাতে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন তিনি।

 

You might also like

Comments are closed.