টানা ৩ দফায় দেশে যত বাড়লো স্বর্ণের দাম

দেশের বাজারে টানা ৩ দফায় স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবশেষ শনিবার ভরিতে এক লাফে ২ হাজার ১৯২ টাকা বাড়ানো হয়। এতে টানা ৩ দফায় দেশে হলুদ ধাতব বস্তুটির দাম বেড়েছে মোট ৭ হাজার ৪৩০ টাকা।

শনিবার (১৪ জুন) ২ হাজার ১৯২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৫২৮ টাকা। রোববার (১৫ জুন) থেকেই নতুন এই দরে স্বর্ণ ক্রয়-বিক্রয় হচ্ছে।

এর আগে গত ৫ জুন ভরিতে ২ হাজার ৪১৫ টাকা বাড়িয়ে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। তারও আগে গত ২১ মে ভরিতে ২ হাজার ৮২৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৯ হাজার ৯২১ টাকা নির্ধারণ করা হয়েছিল।

নতুন দাম অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৭৪ হাজার ৫২৮ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৬ হাজার ৫৯৭ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৪২ হাজার ৮০২ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৮ হাজার ১৬৮ টাকা।

এ নিয়ে চলতি বছর দেশের বাজারে মোট ৩৮ বার স্বর্ণের দাম সমন্বয় করলো বাজুস। এরমধ্যে ২৬ বারই দাম বাড়ানো হয়েছে। এছাড়া দাম কমানো হয়েছে মাত্র ১২ বার। অন্যদিকে গত বছর দেশের বাজারে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। এরমধ্যে দাম বাড়ানো হয়েছিল ৩৫ বার। এছাড়া গত বছর ২৭ বার দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছিল।

You might also like

Comments are closed.