রাজধানীতে স্বস্তির বৃষ্টি

কয়েকদিন ধরে ভ্যাপসা গরমে অতিষ্ঠ রাজধানীবাসী। তাপমাত্রা কম থাকলেও বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় অস্বস্তি পরিবেশ বিরাজ করেছে।

শনিবার (১৪ জুন) দুপুরে হঠাৎ এক পশলা বৃষ্টিতে স্বস্তি এনে দেয় নগরবাসীর মধ্যে। মগবাজার, মালিবাগ, খিলগাঁও, রামপুরা, বনশ্রী, ফার্মগেটসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে।

 

 

এদিকে, আবহাওয়ার অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ রাজধানীতে সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন ছিল। তবে গরমে ছিল বেশি। দুপুর ১২টার পর থেকে কালো মেঘ জমে আকাশে। দুপুর ১টার পর থেকে শুরু হয় বৃষ্টি।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু এখন কম সক্রিয়। ফলে এই বৃষ্টি বেশিক্ষণ দীর্ঘ নাও হতে পারে। আজ রাজধানীতে দুপুর ১২টার দিকে তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস।

You might also like

Comments are closed.