রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ

বাড়ছে চাপ

নগরের ঈদের আমেজ এখনো কাটেনি। সরকারি হিসাব অনুযায়ী ছুটি চলবে আরো তিন দিন। ঈদ যাত্রায় ইতোমধ্যে অসংখ্য মানুষ ঢাকা ছেড়েছেন, এখনো ছাড়ছেন। তবে বাড়ি ফেরার পাশাপাশি ঢাকাও ফিরে আসছেন অনেকে। যে পরিমাণ মানুষ যাচ্ছে, তার থেকে ফেরার পরিমাণ বেশি।

বুধবার (১১ জুন) গাবতলী বাস টার্মিনালে দেখা যায়, ঈদ উদযাপন করতে আজও কেউ কেউ বাড়ি ফিরছেন। তবে সে সংখ্যাটা খুব বেশি নয়। উল্টো জীবিকার তাগিদে ঢাকায় ফিরে আসছেন অনেকেই। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, ঢাকা থেকে যে পরিমাণ মানুষ যাচ্ছে, ফিরছে তার বেশি।

গোল্ডেন লাইন পরিবহনের কাউন্টার ম্যানেজার হাফিজুর রহমান বলেন, এখন যাত্রী অনেক কম। ৮ থেকে ১০ জন যাত্রী নিয়েই বাস ছাড়তে হচ্ছে। তবে সে তুলনায় ঢাকা ফেরত প্রতিটি বাসই যাত্রীতে ভরপুর থাকে।

একই কথা জানিয়েছেন হানিফ পরিবহনের কাউন্টার ম্যানেজার শফিকুর রহমান। তিনি বলেন, বাড়ি ফেরা যাত্রীর পরিমান এখন কম। যারা যাওয়ার তারা ইতোমধ্যেই চলে গেছেন। আমাদেরও অল্প যাত্রী দিয়েই বাস ছাড়তে হচ্ছে। তবে ঢাকায় যে বাসগুলো ফিরছে, সেগুলো কোনোটাই খালি ফিরছে না।

সরকারি ছুটি ১৪ জুন পর্যন্ত থাকলেও অধিকাংশ বেসরকারি অফিসের ঈদের ছুটি শেষ হয়ে গেছে। তাই জীবিকার তাগিদেই বাড়ি ফিরছেন অনেকে।

কথা হয় চাকরিজীবী অপু রহমানের সঙ্গে। তিনি বলেন, অফিসে ঈদের ছুটি ছিল চারদিন। পরে একদিন বাড়িয়ে নিয়েছিলাম। ছুটি এখন শেষ, তাই ফিরে এসেছি।

মিরপুরের একটি বেসরকারি অফিসে চাকরি করেন তানিম আহমেদ। তিনি বলেন, এবার দীর্ঘসময় সরকারি ছুটি থাকলেও বেসরকারি অফিসের ছুটি ছিল ৪ থেকে ৫ দিন। তাই চাইলেও বাড়ি থাকার উপায় নেই। ফিরে আসতে হয়েছে আমাকে।

পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে ঢাকা ফিরেছেন সাগর মাহমুদ। তিনি বলেন, প্রতিবার ঈদ উপলক্ষে বাড়ি যাওয়া হয়। ইচ্ছে ছিল আরো কিছুদিন থাকার। তবে অফিস শুরু হয়ে গেছে। তাই ফিরতে হয়েছে।

You might also like

Comments are closed.