ছয় বিভাগে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ

রাজধানীসহ দেশের ছয় বিভাগে মৃদু তাপপ্রবাহ এবং নীলফামারী জেলার ওপর দিয়ে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১১ জুন) আবহাওয়া অফিস বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী সময়ে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় ও রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভবনা রয়েছে।

দেশের ৩৬ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহদেশের ৩৬ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ
আবহাওয়া অফিস জানায়, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলাসহ রংপুর বিভাগের নালফামারী বাদে বাকি জেলাগুলো, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং কিছু কিছু জায়গায় কমে আসতে পারে।

মঙ্গলবার (১০ জনু) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো রংপুর বিভাগের ডিমলা উপজেলা ৩৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোনিম্ন তাপমাত্রা ছিলো ঢাকার টাঙ্গাইল জেলায় ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া এই দিন দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রাম বিভাগের রাঙামাটি জেলা। বৃষ্টিপাতের পরিমাণ ৭৫ মিলি মিটার।

You might also like

Comments are closed.