ঈদের দিন রাজধানীতে বৃষ্টি

ঈদের দিন রাজধানীতে বৃষ্টি নেমেছে। সঙ্গে রয়েছে বাতাস। বৃষ্টির ফলে ভ্যাপসা গরম থেকে কিছুটা স্বস্তি মিলেছে রাজধানীবাসীর। শনিবার (৭ জুন) বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর বারিধারা, বাড্ডা এলাকায় বৃষ্টি নামে। তবে এর আগে আকাশ কালো হয়ে আসে।

এদিকে, ঈদের ছুটি থাকায় রাজধানীর সড়কে গণপরিবহন কম দেখা গেছে। ফাঁকা সড়কে চলাফেরায় স্বস্তি মিলছে নগরবাসীর। যদিও সড়কে গণপরিবহনের সংখ্যা কম।

শুক্রবার (৬ জুন) রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের শনিবারের (৬ ‍জুন) সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে থাকতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি। সেইসঙ্গে তাপমাত্রাও বাড়তে পারে।

You might also like

Comments are closed.