টিভিতে ঈদের যত ধারাবাহিক নাটক
সিনেমা, খণ্ড নাটক ও অনুষ্ঠানের বাইরেও ঈদ আনন্দের অন্যতম অনুষঙ্গ হয়ে ধরা দেয় বিশেষ ধারাবাহিক নাটক। যার বেশিরভাগই হয়ে থাকে ৬ থেকে ৮ পর্বের। এবারও তেমন কিছু বিশেষ ধারাবাহিক সম্প্রচার করবে টিভি চ্যানেলগুলো-
চ্যানেল আই
ঈদের আগের দিন (৬ জুন) থেকে টানা আট দিন চ্যানেল আই-এ সম্প্রচার হবে ‘ছোটকাকু রহস্য’। প্রতিদিন সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে এটি সম্প্রচার হবে। ফরিদুর রেজা সাগরের উপন্যাস অবলম্বনে এটির নাট্যরূপ দিয়েছেন আফজাল হোসেন, পরিচালনা করেছেন অনিমেষ আইচ। অভিনয়ে আফজাল হোসেন, অর্ষা, সীমান্ত, আশনা হাবিব ভাবনা প্রমুখ।
এনটিভি
ঈদের দিন (৭ জুন) থেকে টানা সাত দিন সকাল ৮টায় সম্প্রচার হবে ‘বিহাইন্ড দ্য পাপ্পি’। পরিচালনা করেছেন রেদওয়ান রনি। অভিনয়ে মোশাররফ করিম, ফারুক আহমেদ, অপর্ণা ঘোষ প্রমুখ। একই চ্যানেলে রোজ সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে প্রচার হবে ‘প্লিজ আমাকে ক্ষমা করে দাও’। রচনা ও পরিচালনা করেছেন মোহন আহমেদ। অভিনয়ে সাঈদুর রহমান পাভেল, চাষী আলম, সালহা খানম নাদিয়া প্রমুখ।
আরটিভি
ঈদের দিন থেকে টানা সাত দিন রাত ৯টা ১০ মিনিটে প্রচার হবে ‘মুশকিল আসান কোম্পানি’। রচনা করেছেন মশিউর রহমান, পরিচালনায় শহীদ উন-নবী। অভিনয়ে চাষী আলম, অনিক, আনিকা কবির শখ, শামীম হাসান সরকার প্রমুখ। একই চ্যানেলে রোজ রাত ১১টায় প্রচার হবে ‘কনটেন্ট অব দ্য ইয়ার’। রচনা করেছেন পাপ্পু, পরিচালনায় মেহেদী রনি। অভিনয়ে যাহের আলভী, মুসাফির বাচ্চু, ইফফাত আরা তিথি প্রমুখ।
বাংলাভিশন
ঈদের দিন থেকে টানা সাত দিন চলবে ‘কুস্তি বয়েজ’। প্রচার হবে রোজ সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে। রচনা ও পরিচালনা করেছেন মাইদুল রাকিব। অভিনয়ে মারজুক রাসেল, হাসান মাসুদ, চাষী আলম, শিবা শানু প্রমুখ। একই চ্যানেলে রোজ রাত ৮টা ৪০ মিনিটে প্রচার হবে ‘চার কুতুব রিটার্নস’। রচনা ও পরিচালনা করেছেন সাগর জাহান। অভিনয়ে চাষী আলম, পাভেল, আ খ ম হাসান, মুসাফির বাচ্চু, শামীমা নাজনীন, মায়মুনা মম প্রমুখ।
বৈশাখী
ঈদের দিন থেকে টানা সাত দিন বিকাল ৫টা ৫০ মিনিটে প্রচার হবে ‘ঘরজামাইদের বাড়ি’। পরিচালনায় সজীব মাহমুদ। অভিনয়ে ড. এজাজ, ফারজানা ছবি, ফারহানা আহসান মিহি, রিমি করিম প্রমুখ। একই চ্যানেলে রোজ সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচার হবে ‘জোকার জলিল’। পরিচালনায় আদিত্য জনি। অভিনয়ে মীর সাব্বির, মিহি, বড়দা মিঠু, অনুভব মাহবুব প্রমুখ। ‘জার্নি টু লন্ডন’ ধারাবাহিক প্রচার হবে ঈদের দিন থেকে রোজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। পরিচালনা করেছেন আল হাজেন। অভিনয়ে রাশেদ সীমান্ত, অহনা, আহসানুল হক মিনু প্রমুখ।
‘উভয় সংকট’ প্রচার হবে প্রতিদিন রাত ৯টা ২০ মিনিটে। পরিচালনায় ফরিদুল হাসান। অভিনয়ে মীর সাব্বির, মৌসুমী হামিদ, ফারুক আহমেদ, সুবর্ণা মজুমদার প্রমুখ।
মাছরাঙা
ঈদের দিন থেকে টানা সাত দিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে প্রচার হবে ‘শ্বশুরের বিয়ে’। পরিচালনায় তাইফুর জাহান আশিক। অভিনয়ে শরাফ আহমেদ জীবন, নাদিয়া মীম, মিহি আহসান প্রমুখ। প্রতিদিন রাত ৯টা ১০ মিনিটে প্রচার হবে ‘থ্রি ইডিয়টস’। পরিচালনায় ইমরান হাওলাদার। অভিনয়ে মারজুক রাসেল, চাষী আলম, সালহা নাদিয়া প্রমুখ।
দীপ্ত
ঈদের দিন থেকে টানা সাত দিন সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে প্রচার হবে ‘ওই পাড়া থেকে সাবধান’। পরিচালনায় শামীম জামান। অভিনয়ে ঈশানা, শামীম জামান, আ খ ম হাসান, আল মনসুর প্রমুখ।
দুরন্ত
ঈদের দিন থেকে সাত দিন বিকাল ৫টা ও রাত ৮টায় প্রচার হবে ‘হৈ হৈ হল্লা’। পরিচালনায় পার্থ প্রতীম হালদার। অভিনয়ে কাজী আফরা ইভিলিনা, কাওসার বিন মামুন, শাহনাজ খুশি, ফরহাদ লিমন প্রমুখ।

Comments are closed.