নেটিজেনদের কটাক্ষের শিকার জোভান

নেটিজেনদের কড়া কটাক্ষের শিকার হলেন অভিনেতা ফারহান আহমেদ জোভান। ঈদের বিশেষ নাটক ‘আশিকি’-তে অভিনয় করে এ ট্রল ও সমালোচনার ঝড় উঠে তার বিরুদ্ধে।

বুধবার (৪ জুন) সিএমভি ইন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় ঈদের বিশেষ নাটক ‘আশিকি’র টিজার। পরদিন বৃহস্পতিবার (৫ জুন) রাতে প্রকাশিত হয় নাটকটির ট্রেলার। তখন থেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দুই ভিডিও ছড়িয়ে পড়ে। জোভানকে নিয়ে নানা মিম ও ব্যঙ্গ বিদ্রুপে সরব সোশ্যাল মিডিয়া।

মন্তব্যের ঘরে সমালোচনা করে নেটিজেনদের একজন লেখেন, ‘এতোটা ওভারএক্টিং কেন? আরেকজন লেখেন, ‘তার এক্সপ্রেশান জাস্ট নেওয়ার মতো না’।

তবে অভিনেতা ট্রল ও সমালোচনার শিকার হলেও নাটকের ভিজ্যুয়াল ও আবহসংগীত প্রশংসা কুড়াচ্ছে নেটিজেনদের। বিশ্লেষকরা বলছেন, যেভাবেই হোক, ‘আশিকি’ এখন মুক্তির আগেই আলোচনার কেন্দ্রে রয়েছে। তাই নেটদুনিয়ায় ভিউয়ের ম্যাজিক দেখাতে পারে ঈদের বিশেষ এ নাটক।

মধ্যবিত্ত পরিবারের দেখতে অসুন্দর এক ছেলের রকস্টার হওয়ার গল্প বলবে ‘আশিকি’। পারভেজ ইমরানের চিত্রনাট্য ও ইমরোজ শাওনের পরিচালিত এ নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন জোভান। তার বিপরীতে ছিলেন নাজনীন নীহা।

You might also like

Comments are closed.