বড় স্বস্তির খবর দেশীয় ক্রিকেট ব্যাট তৈরি খাতে। ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে ব্যাট তৈরির প্রধান কাঁচামাল কাঠ আমদানির শুল্কহার ৩৭ শতাংশ থেকে কমিয়ে ২৬ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। এতে করে বাজারে ক্রিকেট ব্যাটের দাম কমে আসার সম্ভাবনা তৈরি হয়েছে।
তিনি আজ বিকেলে বিটিভির মাধ্যমে প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। সাধারণত বাজেট ঘোষণা হয় জুন মাসের প্রথম বৃহস্পতিবার, কিন্তু ঈদের ছুটি শুরু হওয়ায় তা এবার এগিয়ে আনা হয়েছে।
শুধু ব্যাট শিল্প নয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য বরাদ্দও উল্লেখযোগ্য হারে বেড়েছে। এবারের বাজেটে মন্ত্রণালয়ের জন্য ২,৪২৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা গত বছরের সংশোধিত বাজেটের তুলনায় প্রায় ৮৪২ কোটি টাকা বেশি। এর মধ্যে উন্নয়ন খাতে বরাদ্দ ১,৪৪০ কোটি ৩৭ লাখ এবং পরিচালন খাতে ৯৮২ কোটি ৬৩ লাখ টাকা। গত অর্থবছরে সংশোধিত বাজেটে বরাদ্দ ছিল ১,৫৮০ কোটি ৭৮ লাখ ৩৭ হাজার টাকা।

Comments are closed.