ফিরতি যাত্রায় ১২ জুনের টিকিট বিক্রি হচ্ছে আজ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নাড়ির টানে বাড়ির পানে ছুঁটছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। যাত্রিদের সুবিধা নিশ্চিত করতে ঈদ পরবর্তী ট্রেনর ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি করেছে বাংলাদেশ রেলওয়ে।

সোমবার (২ জুন) সকাল ৮টা থেকে বিক্রি শুরু হয়েছে ১২ জুনের ফিরতি যাত্রার ট্রেনের টিকিট।

পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর টিকিট সকাল ৮টা থেকে এবং দুপুর ২টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট। যাত্রীদের সুবিধায় এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি করা হবে।

ঈদ উপলক্ষ্যে রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে জানা গেছে, আন্তঃনগর ট্রেনের ৯ জুনের আসনের টিকিট ৩০ মে বিক্রি হয়েছে; ১০ জুনের আসনের টিকিট ৩১ মে বিক্রি হয়েছে; ১১ জুনের আসনের টিকিট ১ জুন বিক্রি হয়েছে। এছাড়া ১৩ জুনের আসনের টিকিট ৩ জুন; ১৪ জুনের আসনের টিকিট ৪ জুন এবং ১৫ জুনের আসনের টিকিট ৫ জুন বিক্রি হবে।

রেলওয়ে সূত্রে আরও জানা গেছে, ঈদের পরে ৭ দিনের ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম হিসেবে বিক্রি করা হচ্ছে। এসময় কেনা টিকিটগুলো যাত্রীরা রেলওয়েকে ফেরত দিতে পারবেন না। টিকিটপ্রত্যাশী ৪টি আসনের টিকিট একসঙ্গে কিনতে পারবেন। একটির বেশি আসনের টিকিট কিনলে সহযাত্রীদের নাম টিকিট কেনার সময় লিখতে হবে।

You might also like

Comments are closed.