রাত ১০টার মধ্যে তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টিপাত হতে পারে যেসব জায়গায়
রাত ১০টার মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের সব জেলাসহ দেশের কিছু জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টিপাত হকে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।
রোববার (১ জুন) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ তথ্য জানান।
মোস্তফা কামাল পলাশ তার পোস্টে উল্লেখ করেন, রাত ১০টার মধ্যে কিছু জেলার ওপর তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা রয়েছে।
জেলাগুলো হলো:
চট্টগ্রাম বিভাগ : সব জেলা
বরিশাল বিভাগ: সব জেলা
ঢাকা বিভাগ: সব জেলা
খুলনা বিভাগ: দক্ষিণ দিকের সব জেলা
রাজশাহী বিভাগ: বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, জয়পুরহাট
ময়মনিসংহ বিভাগ: জামালপুর
রংপুর বিভাগ: পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট
সিলেট বিভাগ: হবিগঞ্জ, মৌলভীবাজার

Comments are closed.