কেটে গেছে আতঙ্ক। নামিয়ে নেয়া হয়েছে ৩ নম্বর সতর্ক সংকেত। এতে করে টানা ৪-৫ দিন ধরে কক্সবাজারের মানুষের মাঝে যে প্রাকৃতিক দুর্যোগের আতঙ্ক ছিল সেটি থেকে এখন এখানকার মানুষ বিপদমুক্ত।
কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় অবিরাম বৃষ্টি ঝরিয়ে স্থল সুস্পষ্ট লঘুচাপটি এখন গুরুত্বহীন হয়ে পড়েছে। ফলে দেশের চার সমুদ্র বন্দর ও নদী বন্দরের সতর্কতা সংকেতও নামিয়ে দেওয়া হয়েছে।
সামনের দিনগুলোর ভারী বর্ষণের সম্ভাবনা না থাকলেও হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টি ঝরবে বলে জানিয়েছে কক্সবাজার আবহাওয়া অফিস।
শনিবার (৩১ মে) দুপুরে কক্সবাজারের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান জানান, সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। আবহাওয়া স্বাভাবিক হতে শুরু করেছে।
তিনি আরো বলেন,‘স্থল সুস্পষ্ট লঘুচাপটি মোটামুটি গুরুত্ব হারিয়ে ফেলেছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। দক্ষিণপশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর বিস্তার লাভ করেছে।
বৃষ্টিপাতের প্রবণতা আরও কয়দিন থাকতে পারে জানতে চাইলে তিনি বলেন, কিছু কিছু জায়গায় থেমে-থেমে ঝিরিঝিরি বৃষ্টিপাত হবেই। তবে, গেল দুইদিনের মত এরকম ভারী বর্ষণের সম্ভাবনা নেই।
আবহাওয়ার বর্ষপঞ্জি অনুযায়ী প্রকৃতিতে বর্ষার আগমন ঘটেছে জানিয়ে তিনি বলেন, গত ২৫ মে থেকে বর্ষা মৌসুম শুরু হয়ে গেছে। আবহাওয়ার ভাষায় যাকে বলে প্রি মনসুন। পুরোদমে বর্ষা আসতে এখনও কিছুটা সময় আছে। তবে গ্রীষ্মের মতো গরম আর পড়বে না।
এছাড়া বর্ষা মৌসুমে ঘূর্ণিঝড় কিংবা লঘুচাপের আর সম্ভাবনা নেই বলে জানান তিনি। তবে মৌসুমি বায়ুর একটি প্রভাব থাকতে পারে সমুদ্রে।

Comments are closed.