নতুন নেতা নয়, নতুন চিন্তাধারা দরকার: বাঁধন

রাজনৈতিক ও সমাজ সচেতন অভিনেত্রী আজমেরী হক বাঁধন সবসময়ই দেশের নানা সংকটসময় সময়ে আওয়াজ তুলেছেন। জানিয়েছেন দেশ ও সমাজ পরিবর্তন নিয়ে নিজের ভাবনা ও আকাঙ্ক্ষার কথা। এবার আবারও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে নিজের মতামত দিলেন নন্দিত এই অভিনেত্রী।

শুক্রবার (৩০ মে) সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে অভিনেত্রী লিখেন, নতুন দলগুলো সেই পুরনো পথেই হাঁটছে, শুধু মুখগুলো বদলেছে।

তিনি আরও লিখেন, দেশের আসল পরিবর্তনের জন্য শুধু নতুন নেতা নয়, নতুন চিন্তাধারাও দরকার। যখন নতুন রাজনৈতিক দলগুলো উঠতে শুরু করল তখন অনেকেই আশা করেছিল এবার কিছু পরিবর্তন আসবে। নতুন ধরনের চিন্তা-ভাবনা আসবে। দেশের জন্য ভালো পরিকল্পনা হবে। কিন্তু এখন মনে হচ্ছে, সেই আশাগুলো ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে!

তিনি লেখেন, নতুন দলগুলোর অনেকেই এখন পুরনো পথেই হাঁটছে। একই কৌশল, একই ক্ষমতার খেলা। শুধু মুখগুলো বদলেছে। এটা তো আমরা চাইনি। দেশর জন্য এটার প্রয়োজন নেই। পরিবর্তন মানে শুধু এক দলকে সরিয়ে অন্য দলকে বসানো নয়। আসল পরিবর্তন তখনই আসে, যখন নতুন চিন্তা, ভালো কৌশল আর সৎ নেতৃত্ব থাকে।

You might also like

Comments are closed.