যে কারণে চট্টগ্রামের ফ্লাইট নামলো ঢাকায়

দুবাইগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট চট্টগ্রাম হয়ে ঢাকায় অবতরণ করেছে। বিজি১৪৭ ফ্লাইটটি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দুবাই যাওয়ার কথা ছিল।

তবে চট্টগ্রামে খারাপ আবহাওয়ার কারণে ফ্লাইটটি বৃহস্পতিবার (২৯ মে) রাত ৯টা ৪৪ মিনিটে ঢাকায় ফিরে আসে। ফলে যাত্রায় কয়েক ঘণ্টার বিলম্ব ঘটে।

 

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল জানান, চট্টগ্রামে অনুকূল আবহাওয়া না থাকায় নিরাপত্তার স্বার্থে ফ্লাইটটি ঢাকায় ফেরত পাঠানো হয়।

রাত কাটিয়ে ফ্লাইটটি ভোর ৪টা ১৬ মিনিটে পুনরায় চট্টগ্রামে অবতরণ করে এবং আবহাওয়ার উন্নতি হলে শুক্রবার (৩০ মে) ভোর ৫টা ৩১ মিনিটে দুবাইয়ের উদ্দেশে যাত্রা করে।

You might also like

Comments are closed.