কঙ্গোর সাবেক প্রেসিডেন্ট মারা গেলেন করোনায়
করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন কঙ্গোর সাবেক প্রেসিডেন্ট জ্যাকিস জোয়াকিম ইয়োম্বি অপাঙ্গো। মৃত্যুর সময় তিনি ফ্রান্সে অবস্থান করছিলেন। সেখানেই তিনি করোনা আক্রান্ত হন। মৃত্যুর সময় তার বয়স ছিল ৮১ বছর। বার্তা সংস্থা এএফপিকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে পরিবার।
জ্যাকিস জোয়াকিম ১৯৭৭ সালে কঙ্গোর ক্ষমতায় আসেন। তিনি ছিলেন কঙ্গো ব্রাজাভাইল পার্টির প্রধান। ১৯৭৯ সালে তাকে ক্ষমতাচ্যুত করা হয়।
তিনি দীর্ঘদিন ফ্রান্সে বসবাস করে আসছিলেন। করোনা আক্রান্ত হলে তাকে রাজধানী প্যারিসের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি মারা যান বলে জানিয়েছেন তার ছেলে। ভাইরাস সংক্রমিত হওয়ার পূর্বেও তিনি অসুস্থ ছিলেন।