পল্লবীতে স্বামী-স্ত্রীকে কুপিয়ে হত্যা, যুবক গ্রেপ্তার

রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় এক দম্পতিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে অভিযুক্ত গাউস মিয়া (৩২) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, বুধবার (২৮ মে) বেলা দেড়টার দিকে পল্লবী থানার মিরপুর-১১ নম্বরের বি ব্লকের পাঁচতলা একটি বাসার পঞ্চম তলায় এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনাস্থল থেকেই সৌদিপ্রবাসী এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

 

খুন হওয়া দুজন হলেন- দোলনা আক্তার দোলা (২৯) ও তার স্বামী নাজমুল হাসান পাপ্পু (৩৬)।

পুলিশ সূত্র মতে জানা যায়, গাউস মিয়ার সঙ্গে দোলার প্রেমের সম্পর্ক ছিল। দোলার বিয়ে হয়েছে, সেটি তিনি আগে জানতেন না। আজ সকালে গাউস মিয়া বিষয়টি জানতে পারেন। এতে ক্ষিপ্ত হয়ে দোলা ও তার স্বামীকে গাউস মিয়া কুপিয়ে হত্যা করেন।

পুলিশের পল্লবী অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) সালেহ মুহম্মদ জাকারিয়া গণমাধ্যমকে বলেন, দোলনা আক্তার উত্তরা ইউনিভার্সিটিতে এলএলএম করছেন। তার স্বামী পাপ্পু বরগুনায় একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। গ্রেপ্তার গাউস মিয়া সৌদিপ্রবাসী। গাউস মিয়ার সঙ্গে দোলার ফেসবুকে পরিচয় হয়। সেই সূত্রে দোলার সঙ্গে গাউস মিয়ার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

You might also like

Comments are closed.